টানা ৩ দিন কালবৈশাখীর সাথে বৃষ্টির সম্ভাবনা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিনের পর দিন বাড়ছে গরম। তবে তাপমাত্রা চড়লেও হওয়া অফিসের পূর্বাভাস টানা ৩ দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। পাশাপাশি ৭০ কিলোমিটার পর্যন্ত বেগে কালবৈশাখীর সম্ভাবনা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে। মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

Advertisements

Advertisements

শেষ ২৪ ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩° কম। সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রির কাছাকাছি। অন্যদিকে শ্রীনিকেতন হাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির কাছাকাছি।

Advertisements

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সোম থেকে বুধবার পর্যন্ত টানা তিনদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শ্রীনিকেতন হাওয়া অফিস জানিয়েছে, সোমবার বীরভূম ও তার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে, আর তা চলতে পারে শুক্রবার পর্যন্ত।

দক্ষিণবঙ্গের মালদা, দুই দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সকল জেলার উপর দিয়ে বইতে পারে কালবৈশাখী। পাশাপাশি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisements