কাঠফাটা রোদে নাজেহাল অবস্থা, কবে ঝড় বৃষ্টি জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর মার্চ মাসে সেই ভাবে তাপমাত্রার পারদ চড়তে দেখা যায়নি। মেঘ বৃষ্টির মধ্যেই কেটে গিয়েছে গোটা মাস। তবে এপ্রিল মাস শুরু হওয়ার পরই দেখা যাচ্ছে তীব্র গরম। সকাল থেকেই কাঠফাটা রোদে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষদের। এই পরিস্থিতি থেকে কবে স্বস্তি পাওয়া যাবে তা নিয়ে পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Update)।

হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এমন পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না বলেই জানানো হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবলমাত্র রবিবার অর্থাৎ ৯ এপ্রিল। ৯ এপ্রিল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা কালবৈশাখীর (Kalbaisakhi) মুখোমুখি হবে বলে জানানো হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এর পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে প্রতিটি জেলাতেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি বাড়তি সর্তকতা জারি করা হয়েছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলির জন্যও।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় রবিবার বজ্রবিদ্যুতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ খুব কম দেখা যাবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

উত্তরবঙ্গের শুক্রবার এক দুটি জেলায় বৃষ্টির দেখা মিলতে পারে। তবে তারপর থেকে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই। উত্তর-পশ্চিম ভারতের শনিবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে এবং এর প্রভাব পড়তে দেখা যাবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়। তবে বর্তমান পরিস্থিতিতে উত্তর দক্ষিণ দুই বঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে।