স্যাঁতস্যাঁতে, ঝড় বৃষ্টি থেকে কখন মিলবে মুক্তি, কি বলছে হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের তরফ থেকে গত সপ্তাহেই পূর্বাভাস দেওয়া হয়েছিল, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের দৌলতে রবিবার থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই পূর্বাভাস মতই লাগাতার চলছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় নিম্নচাপের এই বৃষ্টিতে ভিজেছে।

Advertisements

Advertisements

অন্যদিকে আবার সোমবার তুলনামূলক বৃষ্টি হলেও মঙ্গলবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ইত্যাদি একাধিক জেলায়। বৃষ্টির পাশাপাশি রয়েছে ঝড়ো হাওয়া। এমত অবস্থায় এই স্যাঁতস্যাঁতে ঝড় বৃষ্টি থেকে কখন মিলবে মুক্তি তার দিকে তাকিয়ে রয়েছেন বাসিন্দারা।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপের দৌলতে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টির দেখা মিললেও অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। আর আগামীকাল অর্থাৎ বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলেই পূর্বাভাসে বলা হয়েছে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার কয়েক ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে।

অফিসের তরফ থেকে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই গভীর নিম্নচাপটি প্রবেশ করেছে ওড়িশার চাঁদবালির কাছ দিয়ে স্থলভাগে। নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিমে উত্তর ছত্তিশগড়ের দিকে সরে যাচ্ছে। যে কারণে এর যথেষ্ট প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গে।

তবে নিম্নচাপের এই প্রভাব মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লক্ষ্য করা যাবে বলে অনুমান করা হচ্ছে। বুধবার সকাল থেকেই আবহাওয়ার উন্নতি লক্ষ্য করা যেতে পারে বলে পূর্বাভাস।

Advertisements