বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, কেমন থাকবে আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কালীপুজোর ঠিক আগে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়। সেই ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে আশঙ্কায় ভুগছিল দক্ষিণবঙ্গ। যদিও সেই ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে চলে যাওয়াই কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি পশ্চিমবঙ্গে। ঘূর্ণিঝড়ের সেই আবহাওয়া কেটে যাওয়ার পর এখন দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে।

অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা নামে। রাত এবং ভোরের দিকে শিরশিরানি ঠান্ডা অনুভূত হচ্ছে। এরই মধ্যে আবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরীর বিষয়ে জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত।

তবে এই ঘূর্ণাবর্তের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। তামিলনাড়ু এবং কেরল জুড়ে সাইক্লোনিক মুভমেন্ট থেকে দক্ষিণ-পূর্ব আরব সাগর পর্যন্ত একটি লাইন প্রসারিত হচ্ছে। যে কারণে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী ৭ দিন রোদ ঝলমলে দিনের দেখা মিলবে বলে জানানো হয়েছে মৌসম ভবনের তরফ থেকে। বৃষ্টির সম্ভাবনা না থাকা এবং শুষ্ক আবহাওয়ার কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কম থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির কাছাকাছি থাকবে।

শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত আকাশ হালকা মেঘে ঢাকা থাকলেও শুক্রবার থেকে ফের আকাশ পরিষ্কার হবে। তবে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার ক্ষেত্রেও খুব একটা হেরফের হবে না। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রির মধ্যে থাকবে।