নিমেষে হবে লণ্ডভণ্ড, খেলা দেখাবে কালবৈশাখী, কোন কোন জেলায় দমকা হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর ফেব্রুয়ারি মাস থেকেই গরম তাড়া করে বেড়াচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তবে মার্চ মাসের শুরুতে ঝড়-বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দেয়। এরই মধ্যে হাওয়া অফিসের (Weather Office) তরফ থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই ধেয়ে আসবে কালবৈশাখী (Kalbaisakhi Storm)। হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া এই পূর্বাভাসে গরম নিয়ে স্বস্তির আশা থাকলেও নিমেষে লন্ডভন্ড ও ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে।

ঠিক এক বছর আগের অর্থাৎ গত বছরের দিকে তাকালে দেখা যাবে, যেখানে চৈত্র ও বৈশাখ মাসে বারবার কালবৈশাখী ঝড় তাড়া করে, সেই জায়গায় কালবৈশাখীর দেখাই মেলেনি। দিন দিন তাপমাত্রার পারদ বাড়তে থাকলেও সারা মাস চাতকের মত তাকিয়ে থেকেও কালবৈশাখীর ছিটেফোঁটাও দেখতে পাওয়া যায়নি। তবে এই বছর চৈত্র মাসের শুরু থেকেই কালবৈশাখীর সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।

এমনিতে উত্তর প্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখার প্রভাবে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। সেই সকল জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর-দক্ষিণ দিনাজপুরে। এরই মধ্যে আগামী বুধবার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে যে তথ্য পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে, রবিবার বীরভূম এবং পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আকাশ পরিষ্কার থাকবে। বুধবার ফের আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া পূর্বাভাসে রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘে ঢাকা থাকবে বলে জানানো হয়েছে। সোমবার থেকে আকাশ পরিষ্কার থাকবে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার থেকে ফের কলকাতার আকাশ আংশিকভাবে মেঘে ঢাকা পড়তে পারে বলে জানানো হয়েছে অফিসের তরফ থেকে।