এই দিন থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যে, জানিয়ে দিলো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দমফাটা গরমে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের। নাজেহাল অবস্থায় বিশেষ করে ক্লান্ত হয়ে উঠেছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে তারা চাইছেন একফোটা বৃষ্টি। তবে সেই বৃষ্টিরও দেখা নেই।

Advertisements

অন্যদিকে যখন এই নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেই সময় মঙ্গলবার হাওয়া অফিসের তরফ থেকে খুশির খবর দেওয়া হল। অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া লক্ষ্য করা যাবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Advertisements

মঙ্গলবার আবহবিদ ডঃ সুজিব কর জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া লক্ষ্য করা যেতে পারে।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া জেলায়। এরপর বুধবার এবং বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এই সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সময়।

তবে তা হলেও আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রার পারদ আরও বাড়বে বলেও জানানো হয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। তবে অন্যান্য জেলাগুলির তাপমাত্রার খুব একটা তারতম্য লক্ষ্য করা যাবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisements