নিজস্ব প্রতিবেদন : একদিকে ২১ জুলাইয়ের তৃণমূলের শহীদ স্মরণে কলকাতায় কাতারে কাতারে মানুষের সমাগম। অন্যদিকে দিন কয়েক ধরেই গুমোট গরম। এমন পরিস্থিতিতে শুক্রবার কেমন থাকবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া (Weather Update) তা জানালো হাওয়া অফিস (Weather Office)।
চলতি বছর জুন মাসের মাঝামাঝি সময় পশ্চিমবঙ্গে প্রবেশ করে বর্ষা (Monsoon)। বর্ষা দেরিতে এলেও প্রথম দফায় দিন কয়েক বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ অনেকটা কমে যায়। কিন্তু তারপর থেকে দক্ষিণবঙ্গে সেই ভাবে আর ভারী বৃষ্টির দেখা মেলেনি। অন্যদিকে উত্তরবঙ্গ সহ দেশের বেশ কিছু জায়গা অতিবৃষ্টিতে নাজেহাল অবস্থায় দাঁড়ায়। এরই মধ্যে আজ ২১ জুলাই কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কেমন থাকবে তা নিয়েই বাড়ছে কৌতূহল।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার কলকাতা এবং উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে হাওয়া অফিসের তরফ থেকে যা জানানো হচ্ছে তা হল, কোনভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এর পাশাপাশি জানানো হয়েছে এদিন রাজ্যের অন্যান্য জেলার আকাশও মেঘে ঢাকা থাকবে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি ২৪ জুলাই অর্থাৎ সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় অবস্থান করবে। এই নিম্নচাপ ধীরে ধীরে ওড়িশা ভূখণ্ডের দিকে এগিয়ে যাবে।
২১ জুলাই অর্থাৎ শুক্রবার উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।