নিজস্ব প্রতিবেদন : মাঘের মাঝামাঝি সময়ে ভেল্কি দেখাতে শুরু করেছে শীত। ঠাণ্ডায় জুবুথুবু অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গের জুড়ে। পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে হু হু করে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। যার জেরে তরতরীয়ে নেমেছে তাপমাত্রার পারদ।
বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৩ ডিগ্রিতে। যা স্বাভাবিকের তুলনায় ১° কম। শ্রীনিকেতন হাওয়া অফিস জানাচ্ছে, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪° ডিগ্রি কম। আর এটাই হল জানুয়ারি মাসের শীতলতম দিন।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারও কনকনে ঠান্ডার মেজাজ থাকবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা যাবে। শনিবার সামান্য তাপমাত্রা বাড়তে পারে। ওই দিনই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কনকনে ঠান্ডার মেজাজ বজায় থাকবে শুক্রবার পর্যন্ত। পাশাপাশি থাকবে হালকা কুয়াশা। শনিবার তাপমাত্রা বাড়বে মেঘলা আকাশের কারণে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুই হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার ফের আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার পর তাপমাত্রার পারদ নামবে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ফের দিনের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যে। শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার মেঘ পরিষ্কার হলে পুনরায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে পৌঁছাবে ১০ ডিগ্রির কাছাকাছি। আর এই শীতের মেজাজ বজায় থাকবে ফেব্রুয়ারি মাসের বেশ কয়েকটা দিন।