নিজস্ব প্রতিবেদন : ১৯৭৬ সালের পর চলতি বছরের আগস্ট মাসে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতে বৃষ্টির ঘাটতি মিটে যাওয়ার পাশাপাশি ২৫% বাড়তি বৃষ্টিপাত হয়েছে দেশজুড়ে। আর এই বৃষ্টিপাতের মূলে ছিল একের পর এক নিম্নচাপ। তবে এই সকল নিম্নচাপ সরে যেতেই চাঁদিফাটা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আর এমত অবস্থায় দক্ষিণবঙ্গের বাসিন্দারা এর থেকে রেহাই পেতে চাইছেন। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস এখনই রেহাই নেই।
রাজ্যের উপরে দিন কয়েক আগে যে নিম্নচাপ বিরাজ করছিল তা সরে গেছে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে। আর এই নিম্নচাপ দক্ষিণবঙ্গের উপর থেকে সরে যাওয়াই আবহাওয়ার উন্নতি হয়েছে। আর আবহাওয়ার উন্নতি হওয়ার পাশাপাশি বেড়েছে গরম। আর এই গরমের পাশাপাশি আংশিক মেঘলা আকাশ গরমের পরিস্থিতিকে আরও অসহনীয় করে তুলেছে। এই পরিস্থিতি নিয়ে হাওয়া অফিস জানিয়েছে, স্থান বিশেষে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা থাকলেও মেঘলা আকাশের কারণে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি আরও বাড়বে।
তবে অন্যদিকে উত্তরবঙ্গে গত রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কিন্তু দক্ষিণবঙ্গের জন্য হাওয়া অফিসের বার্তা, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী দিন কয়েক বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যেতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কিন্তু এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে এখনই রেহাই নেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বরং পূবালী হাওয়ার উপর ভর করে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকতে থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিকর পরিস্থিতি আগামী দিনকয়েক বাড়বে দক্ষিণবঙ্গে।
অতএব হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এটুকু টের পাওয়া যাচ্ছে যে আগামী দিন কয়েক এই অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিছুটা হলেও রেহাই দিতে পারে স্থানীয়ভাবে।