মাঘের শেষে হাড় কাঁপানো ঠান্ডা, এই দিন থেকে বাড়বে তাপমাত্রা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর শীতের মরশুমে বারংবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত বাধাপ্রাপ্ত হলেও মাঘের শেষে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ। পরপর দু’সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ ও বৃষ্টি কেটে যাওয়ার পর গত শুক্রবার থেকেই ঠান্ডা পড়তে শুরু করেছে। এক ধাক্কায় অনেকটা নেমেছে তাপমাত্রার পারদ। মাঘের শেষে এই ঠান্ডা হাড়ে হাড়ে টের দিচ্ছে বঙ্গবাসীদের।

Advertisements

রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩° কম ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রী সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ যে তাপমাত্রা ছিল তাও স্বাভাবিকের তুলনায় ছিল ৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রী সেলসিয়াস।

Advertisements

শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে পেশ করা রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪° কম ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রী সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ যে তাপমাত্রা ছিল তাও স্বাভাবিকের তুলনায় ছিল ৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রী সেলসিয়াস।

Advertisements

নতুন করে জাঁকিয়ে শীত পড়লেও এই শীত বেশী দীর্ঘস্থায়ী হবে না বলেই পূর্বাভাসে জানিয়েছে হওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ এবং সপ্তাহান্তে দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ পৌঁছে যাবে ১৮ ডিগ্রির কাছাকাছি। চলতি সপ্তাহে আপাতত কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই।

শ্রীনিকেতন হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে বীরভূম এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। সপ্তাহান্তে দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ পৌঁছে যাবে ১৬ ডিগ্রির আশেপাশে। পুরো সপ্তাহ আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

Advertisements