৪০ ডিগ্রি ছুঁইছুঁই, লু-এর সতর্কতা জারি হাওয়া অফিসের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চৈত্র মাসেই দক্ষিণবঙ্গের পরিস্থিতি নাজেহাল হয়ে দাঁড়িয়েছিল। তবে বৈশাখের শুরুতে কালবৈশাখীর কারণে টানা দু’দিন কিছুটা হলেও স্বস্তি পান বাসিন্দারা। আর সাময়িক এই স্বস্তির পর ফের একবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে সর্তকতা জারি করা হয়েছে লু-এর।

Advertisements

Advertisements

দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আদ্রতাজনিত পরিস্থিতির কারণে বাসিন্দাদের অবস্থা আরও নাজেহাল হয়ে পড়েছে। এর পাশাপাশি হাওয়া অফিসের পূর্বাভাস চলতি সপ্তাহেই লু বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর এই অবস্থায় রাজ্যের বাসিন্দা যখন বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন সেসময় হাওয়া অফিসের পূর্বাভাস আপাতত দিন কয়েক কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় কোনো রকম কালবৈশাখী অথবা বৃষ্টির পূর্বাভাস নেই।

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দিন কয়েক কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির দেখা মিলবে না। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ পৌঁছে যাবে ৩৯ ডিগ্রির কাছাকাছি।

[aaroporuntag]
শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বীরভূম এবং পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার পারদ পৌঁছাতে পারে সর্বোচ্চ ৪১ ডিগ্রিতে। মেঘলা আকাশ থাকলেও আপাতত দিন দুয়েক কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী বৃহস্পতি এবং শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির দেখা মিলতে পারে।

Advertisements