নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে নতুন করে জাঁকিয়ে শীতের আর কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও আরও কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে। এমনটাই পূর্বাভাস দিলো হাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১° বেশি। ফেব্রুয়ারি মাসের প্রথম পর্যন্ত একই রকম আবহাওয়া থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুনরায় এর থেকে আর তাপমাত্রা নামার সম্ভাবনা খুব কম।
শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২° কম। তবে এক দু দিনের মধ্যে তাপমাত্রার পারদ চড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে হাওয়া অফিস। পারদ চড়লেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও আরও বেশ কয়েকটা দিন শীতের দাপট থাকবে। পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে আগামী দিনদুয়েক।