আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের ৭ জেলায়

নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা মেঘলা আকাশে ঢাকা পড়েছে। ভ্যাপসা গরমের পাশাপাশি মাঝে মাঝেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও চোখে পড়েছে। তবে এরই সাথে সাথে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি নিয়ে উত্তরবঙ্গের জন্য তেমন কোনো সর্তকতা নেই।

অফিসের তরফ থেকে মঙ্গলবার দুপুর বেলা যে আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, বুধবার সকালে দার্জিলিং এবং কালিম্পং-এর কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে বুধবার দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সকল জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদীয়া। এছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ-এর সাথে।

বৃহস্পতিবার সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায়। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি হলেও অস্বস্তিকর পরিবেশ অর্থাৎ ভ্যাপসা গরম থেকে এখনই মুক্তি মিলবে না রাজ্যের বাসিন্দাদের বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।