Weather Update: গরম অনুভূত হলেও এখনই বিদায় নেবে না শীত, আবার কবে থেকে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? জানালো হাওয়া অফিস

Prosun Kanti Das

Published on:

Advertisements

Weather Update: ১২ মাসে ৬ টি ঋতু পরিবর্তন হয়। তবে অনুভূত হয় প্রধান ৪টি। আর তার মধ্যে অন্যতম একটি ঋতু হলো শীত। যে ঋতুতে সকালবেলা ঘন কুয়াশায় ঢেকে যায় চারিদিক। অনুভূত হয় হাড় কাঁপানো ঠান্ডা। তবে চলতি বছরে হাড় হিম করা ঠান্ডার অনুভূতি পাচ্ছে না বাংলার মানুষ।.পৌষ পার্বণেও পরেনি জাঁকিয়ে শীত। ঠান্ডা-গরম মিশ্রিত আবহাওয়া অনুভব করছে বাংলার মানুষ। তাহলে কি এবছরের মতো সমাপ্ত হতে চলেছে শীত নাকি আবারও নামবে তাপমাত্রার পারদ?

Advertisements

সম্প্রতি হিমেল পরশ নিয়ে নয়া আপডেট দিল মৌসম ভবন (Weather Update)। জানালো এখনই বিদায় নেবে না শীত। এখন গরম অনুভূত হলেও খুব শীঘ্রই আবারো ঠান্ডা অনুভূত হবে সারা বাংলা জুড়ে। চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত অনুভব করবে বাংলার মানুষ। প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। কবে থেকে রাজ্যের কোন জায়গায় কেমন ঠান্ডা অনুভব করবে বাংলার মানুষ? জেনে নিয়ে সতর্ক হন।

Advertisements

হাওয়া অফিস সূত্রে খবর, এ বছরে বাংলায় শৈত্য আগমনের পথে বারবার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। গত বুধবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে রাজ্য থেকে উধাও হয়েছে শীতের আমেজ। হালকা গরম পেতেই প্রশ্ন উঠেছে তাহলে কি শীত এভাবেই কেটে যাবে? আর এই প্রশ্ন উঠতেই আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২দিন এই মনোরম আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে (Weather Update)। তবে দক্ষিণবঙ্গের ১২টি জেলায় ঘন কুয়াশা পরিলক্ষিত হবে ২৩শে জানুয়ারি থেকে। বিশেষত এদিন বেশি কুয়াশা ঘনীভূত হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং দুই মেদিনীপুরে। কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা নিম্নমুখী হতে পারে ৫০ মিটারে। তাহলে কবে থেকে হিমেল পরশ অনুভূত হবে রাজ্যে?

Advertisements

আরও পড়ুন:Howrah-Sector V MetroHowrah-Sector V Metro: বউবাজারের নিচ দিয়ে ছুটল মেট্রো, কবে থেকে চলবে হাওড়া টু সেক্টর ফাইভ মেট্রো

অপরদিকে, এদিন অর্থাৎ ২৩শে জানুয়ারি কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা জুড়ে। কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে আগামী ২দিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপরের দিন ঘন কুয়াশা বাড়তে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে। উত্তরপ্রদেশ, সিকিম, বিহার এবং উত্তরবঙ্গ জুড়েও আগামী ৪৮ ঘণ্টায় অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দৃশ্যমানতা নামতে পারে ৫০ থেকে ২০০ মিটারের নিচে।

তাহলে শীতের আমেজ কবে থেকে অনুভূত হবে? এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার দাপট পরিলক্ষিত হওয়ার পর থেকেই শুরু হবে উত্তুরে হাওয়া (Weather Update)। অর্থাৎ ২৬শে জানুয়ারি থেকে শীতের আমেজ অনুভূত হবে সারা বাংলা জুড়ে। প্রায় ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামবে তাপমাত্রার পারদ। তাই আগে থেকেই রাজ্যের মানুষকে জাঁকিঘে শীত পড়ার সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস।

Advertisements