Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার কারণে পৌষ সংক্রান্তির আগেই গায়েব ঠান্ডা, আর কি ফিরবে শীত

Prosun Kanti Das

Published on:

Advertisements

Weather Update: পৌষ সংক্রান্তিতে কনকনে ঠান্ডা হয়তো আর উপভোগ করতে পারবেনা বাঙালি। কারণ রীতিমতো ভিলেন হয়ে সামনে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝার চোখ রাঙানি। পৌষ সংক্রান্তির আগেই বাড়তে পারে তাপমাত্রা তাই শীতের আমেজ উপভোগ করা হয়তো হবে না। পারদ ঊর্ধ্বমুখী হবে শুধুমাত্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রেই। উত্তরবঙ্গে যদিও আবহাওয়ার সম্পূর্ণ অন্যরকম। বৃষ্টি, শীত, তুষারপাত, কুয়াশা সবকিছুই বজায় থাকবে একসাথে। আলিপুর আবহাওয়া দপ্তর আজকে থেকেই একাধিক জেলাতে সতর্কতা বার্তা জারি করেছে। খবর সূত্রে জানা যাচ্ছে যে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে পৌষ সংক্রান্তির সময় শীতের দাপট একেবারেই তীব্র হবে না।

Advertisements

দক্ষিণবঙ্গের পুরুলিয়াতে যদিও তাপমাত্রা কিন্তু অনেকটাই কম। পুরুলিয়া এবং দার্জিলিংয়ের তাপমাত্রা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী প্রায় সমান।। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া ও দার্জিলিংয়ের তাপমাত্রার পার্থক্য ছিল মাত্র ১.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের পশ্চিমের দিকে জেলাগুলোতে তাপমাত্রা অনেকটাই কম। আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন রাজ্যের কোথায় কিরকম আবহাওয়া (Weather Update) থাকবে।

Advertisements

আলিপুর আবহাওয়া দপ্তরের (Weather Update) খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যদিও আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবহাওয়ার তারতম্য তেমন লক্ষ্য করা যাবে না তবুও আগামী তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেক কমে যেতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে বিঘ্নিত হতে পারে যান চলাচল। ঘন কুয়াশার দাপট থাকবে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

Advertisements

আরও পড়ুন:Local Train CancelledLocal Train Cancelled: আবারও যাত্রী ভোগান্তি শিয়ালদা ডিভিশনে, মকর সংক্রান্তিতে বাতিল একগুচ্ছ ট্রেন

আজ শহর কলকাতার তাপমাত্রা কেমন থাকবে? সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে খবর। দুইদিন পর বাংলার পারদ এক ধাক্কা ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে আবহাওয়া (Weather Update) থাকবে সম্পূর্ণ অন্যরকম। সোমবার কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার কারণে দার্জিলিঙে তুষারপাতের প্রভুত সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে।

দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র আজ নয়, আগামীকালও ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। তাই আলিপুর আবহাওয়া দপ্তর (Weather Update) এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করেছে। ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও।

Advertisements