West Bengal Weather Update: পুজোর আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, ২৮ তারিখ পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টি হবে জানালো আবহাওয়া দফতর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগের গভীর নিম্নচাপের কারণে অতিবৃষ্টি, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া ইত্যাদির কারণে দক্ষিণবঙ্গের বহু জায়গা আজও প্লাবিত। এই সকল জায়গা থেকে এখনো জল সরেনি, তবে এরই মধ্যে আবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। আর নতুন করে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনার কারণে রাজ্যের বহু মানুষ রয়েছেন যাদের রাতের ঘুম পাতলা হচ্ছে।

Advertisements

বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে তার প্রভাবে পুজোর আগে বৃষ্টিতে আবার চিন্তা বাড়াচ্ছে মৃৎশিল্পী থেকে শুরু করে পুজোর সঙ্গে যুক্ত বহু মানুষদের। কেননা পুজোর মুখে বৃষ্টি হলে ঠাকুর ডেলিভারি দেওয়া থেকে শুরু করে প্যান্ডেল করা ইত্যাদির কাজে নানান সমস্যা তৈরি হতে পারে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে সেই নিম্নচাপের ফলে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানালো আবহাওয়া দফতর (West Bengal Weather Update)।

Advertisements

বর্তমানে একটি ঘূর্ণাবর্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে রয়েছে। এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে তা নিম্নচাপে পরিণত হলেও পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে থাকার কারণে সপ্তাহের প্রথম দিকে এর খুব একটা প্রভাব লক্ষ্য করা যাবে না রাজ্যে। সপ্তাহ যতই শেষের দিকে এগোতে থাকবে ততই এর প্রভাব লক্ষ্য করা যাবে।

Advertisements

আরও পড়ুন : Karuna Nundy: ভারত বাদে আমেরিকার আদালতেও কামাল দেখিয়েছেন এই বাঙালি কন্যা, চিনে নিন এই বাংলার মেয়েকে

২৩ সেপ্টেম্বর সোমবার আবহাওয়া দপ্তরের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা এবং দুই বর্ধমানে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ঝাড়গ্রাম, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২৫ সেপ্টেম্বর বুধবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকার পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৭ ও ২৮ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার ও শনিবার পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements