Weather Update: হাড় কাঁপানো শীত নাকি তুমুল বৃষ্টি, কীসের আশঙ্কা রয়েছে কলকাতায়

Prosun Kanti Das

Published on:

Advertisements

Weather Update: আজ ভোর বেলা থেকেই ভারী কুয়াশা। খুব দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে আবহাওয়ার (Weather Update) গতিবেগে। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। এমনকি তার পাশাপাশি বিভিন্ন রাজ্যে তুষারপাতও শুরু হয়েছে। মাঝে বেশ কয়েকটি দিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে বেশ গরম অনুভূত হচ্ছিল। কিন্তু গতকাল থেকে যেন তাপমাত্রা কমতে থাকে। আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী, উত্তরপ্রদেশ এবং দিল্লিতে তাপমাত্রা ইতিমধ্যে স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। তবে নিম্নচাপের চোখ রাঙানি কিছুতেই পিছু হটছে না। তাই নিম্নচাপের জেরেই শুরু হয়েছে বৃষ্টিপাত।

Advertisements

ইতিমধ্যে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে তার অভিমুখ দেখা যাচ্ছে তামিলনাড়ুর দিকে। তবে নিম্নচাপটি শক্তি যুগিয়ে পূর্ণ গতিবেগে তামিলনাড়ুর দিকে ধেয়ে যেতে এখনো ২৪ ঘন্টা সময় নেমে । দক্ষিণ আন্দামান সাগরের উপরের অংশে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে। এটি আগামী ২৪ ঘন্টার মধ্যে আরও শক্তিশালী পশ্চিম উত্তর-পশ্চিম দিকে। এই নিম্নচাপের ফলে তামিলনাড়ু, কেরলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisements

তামিলনাড়ুর উপকূল বরাবর এই নিম্নচাপটি আরও সক্রিয় হয়ে উঠবে। এইরূপ আবহাওয়ার (Weather Update) জেরে ১১ই ডিসেম্বর থেকে ১৩ই ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকে টানা শুক্রবার পর্যন্ত তামিলনাড়ু এবং তার পার্শ্ববর্তী এলাকায় দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। উল্লিখিত নিম্নচাপটি ধীরে ধীরে ১২ই ডিসেম্বর অর্থাৎ বুধবার তামিলনাড়ুর মধ্যভাগে প্রবেশ করবে বলে জানা যাচ্ছে। তারপর সেখান থেকে দক্ষিণ-পূর্ব আরব এবং লাক্ষাদ্বীপের দিকে ১৩ই ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ধেয়ে যাবে।

Advertisements

আরও পড়ুন:La NinaLa Nina: দেশে ঘনিয়ে আসতে চলেছে চরম পরিস্থিতি, লা নিনা ধ্বংস করবে সবকিছু

আবহাওয়া (Weather Update) দপ্তরের খবর অনুযায়ী, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবারে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের বেশ কিছু রাজ্য জুড়ে হালকা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সাথে সাথে ঠান্ডাও জাঁকিয়ে পড়েছে। সকালের দিকে ঘন কুয়াশায় রাস্তাঘাট ঢেকে যাচ্ছে। পশ্চিম উত্তর প্রদেশ, পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা – এই সমস্ত এলাকায় তাপমাত্রা হু হু করে কমতে পারে। তার সাথে সাথে নাগাল্যান্ড, মিজোরাম, মনিপুর, মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশে ভালোই শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে বঙ্গোপসাগরে আবারো তৈরি হয়েছে এক নিম্নচাপ। ইতিমধ্যে পশ্চিমে ঝঞ্ঝার ফলে হিমেল হাওয়া বইতে শুরু করেছে। সকাল থেকে কলকাতা জুড়ে ঘন কুয়াশা। তার উপরে এই নিম্নচাপের জেরে আবারো বাংলা ভাসতে পারে বৃষ্টির জলে। ডিসেম্বরের শুরু হলেও শীত তেমন একটা জাকিয়ে পড়েনি কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে। তবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, ডিসেম্বরের মাঝামাঝি থেকে আবহাওয়ার গতিবেগ সম্পূর্ণ পাল্টে যেতে পারে। দক্ষিণবঙ্গে তেমনভাবে শীত এখনো পড়েনি। আশঙ্কা যে এই নিম্নচাপের জেরে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে আগামী দিনে তাপমাত্রা খানিক বাড়তে পারে। এছাড়া বৃষ্টিপাতেরও খানিক সম্ভাবনা রয়েছে।

Advertisements