আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। মেঘলা আকাশের পাশাপাশি রাত্রি থেকে বৃষ্টি দেখা যায় এই সকল জেলাগুলিতে। আর এরই মাঝে বৃহস্পতিবার হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisements

Advertisements

বর্তমানে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। আপেক্ষিক আদ্রতার ন্যূনতম মান ৮৪%। আগামী দুদিন দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোন হেরফের হবে না বলে জানিয়েছে হওয়া অফিস। তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্পের কারণে।

Advertisements

মৌসুমী অক্ষরেখা বর্তমানে সক্রিয় রয়েছে উত্তরবঙ্গে। এই অক্ষরেখা বিরাজ করছে হিমালয়ের পাদদেশে। যে কারণে উত্তরবঙ্গে আরও বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা সহ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে।

Advertisements