নিজস্ব প্রতিবেদন : রাজ্যের প্রায় অধিকাংশ জেলাতেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ (Heatwave)। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপের প্রকোপ আগেই টের পাওয়া গিয়েছিল। ভয়ঙ্কর এই পরিস্থিতির কথা মাথায় রেখে হাওয়া অফিসের (Weather Office) তরফ থেকে জারি করা হয়েছে কমলা সর্তকতা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আরও ২-৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব থেকে সমস্যার বিষয় হল, শুষ্ক এই গরমের কারণে বাড়ি থেকে বের হলেই নাক মুখ জ্বলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে হওয়া অফিসের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, সকাল ১০টার পর থেকে বেশি পরিশ্রমী কাজ না করাই ভালো।
তবে বর্তমানে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে এখন মুক্তি পেতে চাইছেন বাংলার মানুষ। তবে এই পরিস্থিতি থেকে এখনই মুক্তির কোন আশা জোগাতে পারল না হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির কোনরকম সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের পাশাপাশি পূর্ব ভারতের সব রাজ্য আপাতত শুষ্ক থাকবে। এর পাশাপাশি গরমের চরিত্র বদলে দেওয়ার পিছনে রয়েছে উত্তর ও মধ্য ভারত থেকে শুষ্ক বাতাসের বঙ্গে প্রবেশ।
অন্যান্য বছর গরম পরলেও সেই গরম থাকে অন্যরকম। কিন্তু এবার গরম একেবারেই শুষ্ক। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে না বাংলায়। যে কারণে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্যের অধিকাংশ জেলার ক্ষেত্রেই সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জন্য জারি হয়েছে কমলা সতর্কতা।
বীরভূমে ২০ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। শিলিগুড়িতেও ১৯ এবং ২০ এপ্রিল তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। মুর্শিদাবাদের ১৯ এপ্রিল পর্যন্ত টানা তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। দীঘায় ১৮ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। একই পরিস্থিতি বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সব জায়গার ক্ষেত্রেই।