নিজস্ব প্রতিবেদন : চলতি বছর গ্রীষ্মকাল শুরু হওয়ার পর থেকেই একাধিকবার তাপপ্রবাহে (Heatwave) পুড়তে হয়েছে দক্ষিণবঙ্গকে। দিনের পর দিন তারপর প্রবাহে পুড়তে থাকার পর বর্ষার (Monsoon) আগমনে সেই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে এমনটাই আশা করা হচ্ছিল। বর্ষার আগমনে তাপপ্রবাহ থেকে মুক্তি মিলেও গরম থেকে এখনো পর্যন্ত এতটুকু মুক্তি মেলেনি দক্ষিণ বঙ্গবাসীদের। তাপপ্রবাহ না থাকলেও দফায় দফায় গরমে সিদ্ধ হতে হচ্ছে বাসিন্দাদের।
উত্তরবঙ্গে এই বছর অনেক আগেই বর্ষার প্রবেশ হয়েছে এবং তার ফলে সেখানে বিপুল পরিমাণে বৃষ্টি হয়েছে এবং হচ্ছে। যার ফলে অনেকটাই স্বস্তি ফিরেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বিপুল পরিমাণে বৃষ্টির ঘাটতি থাকাই ব্যবসা গরমে সিদ্ধ হওয়ার মতো অবস্থা। তবে এই পরিস্থিতি থেকে রবিবার দক্ষিণবঙ্গের ৬ জেলা মুক্তি পাবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update)।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি সাময়িকভাবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে জানানো হয়েছে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে সেই স্বস্তি খুব বেশি স্থায়ী হবে না। কেন না হওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রায় তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যাবে না।
অন্যদিকে কলকাতার আকাশে গত কয়েক দিন ধরে যেভাবে মেঘ ও রোদের খেলা চলছে সেই একই রকম পরিস্থিতি আজও বজায় থাকবে বলে জানানো হয়েছে। দিনের বেলায় অধিকাংশ সময় আকাশ মেঘে ঢাকা থাকবে আর বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। গত কয়েক দিনের মতো আজও একই রকম পরিস্থিতি বজায় থাকার কারণে কলকাতার বাসিন্দাদের জন্য তেমন কোন স্বস্তির খবর দিতে পারেনি হওয়া অফিস।
অন্যদিকে দক্ষিণবঙ্গের যে ৬ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে সেই সকল জেলাগুলি হল, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া। এই সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হওয়া অফিস।