ধেয়ে আসবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ফের তৈরি হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বাসিন্দারা প্রথম কালবৈশাখীর (Kalbaishakhi) দেখা পান। অবশ্য তারপর থেকেই আকাশ মেঘে ঢাকা পড়ে আর সেই পরিস্থিতি চলে চলতি সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। বুধবার থেকে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়। বৃহস্পতিবার রোদ ঝলমলে দিনে দেখা মিললেও এর মধ্যেই নতুন করে একটি নিম্নচাপ অক্ষরেখার আবির্ভাবের কথা জানাচ্ছে হওয়া অফিস (Weather Office)।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত যে অক্ষরেখাটি রয়েছে তা দুর্বল হয়েছে। তবে নতুন করে একটি অক্ষরেখা তৈরি হয়েছে এবং নতুন করে তৈরি হওয়া অক্ষরেখাটির অবস্থান নেপাল থেকে বিহার পর্যন্ত। আর এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে।

অন্যদিকে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার হালকা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা যাবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। আগামী তিনদিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা বাদে বাকি জেলাগুলি মোটামুটি ভাবে শুষ্ক থাকবে। ২৫ মার্চ থেকে সেই ভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ২৬ এবং ২৭ মার্চ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার পরিস্থিতি শুষ্ক থাকলেও রবিবার থেকে পুনরায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। মূলত যে সকল ঘূর্ণাবর্ত অক্ষরেখার অবস্থান রয়েছে সেগুলি পুনরায় সক্রিয় অর্থাৎ অনুকূল পরিবেশ তৈরি হওয়ার ফলে পুনরায় বৃষ্টির পরিমাণ বাড়বে।