কোন কোন জেলায় চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শনিবার চলবে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। গত শুক্রবার আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট পেশ করার সময় জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে।

Advertisements

মূলত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাতভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যায় দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলায়। শুক্রবার, শনিবার এবং রবিবার এইসকল প্রতিটি জেলাতেই বৃষ্টির প্রভাব থাকবে বলে জানানো হয়। তবে শুক্রবার বৃষ্টির তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি।

Advertisements

তবে শুক্রবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

তবে শনিবার অর্থাৎ আজ বৃষ্টির এই প্রভাব দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে কম থাকলেও ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে। অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার পুনরায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি থাকছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা।

প্রভাব বেশি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে আগামী রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি মাঝে মাঝে দমকা হাওয়া লক্ষ্য করা যেতে পারে। তবে ২৮ তারিখ অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে এবং আকাশ পরিষ্কার হবে। শনিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। রবিবারও পরিস্থিতি একই রকম থাকবে।

Advertisements