ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, রাজ্যের এই সকল জেলা ঢেকে যাবে কালো মেঘে

নিজস্ব প্রতিবেদন : শীতের (Winter) মরশুমে অন্যান্য বছর অন্ততপক্ষে ছিটেফোঁটা বৃষ্টির দেখাও পাওয়া যায়। কিন্তু এই বছর সেরকম কোনো ঘটনা ঘটেনি আর এর পরিপ্রেক্ষিতে তাপমাত্রার পারদ ফেব্রুয়ারি মাস থেকেই বাড়তে শুরু করে। তবে মার্চ মাসে বসন্তের (Spring) আগমনে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather office)।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালো মেঘের দেখা মিলতে পারে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বেশ কয়েকটি জেলায় আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Rain Forecast) দেখা মিলতে পারে।

পশ্চিমবঙ্গের যে সকল জেলায় বৃষ্টির দেখা মিলতে পারে সেই সকল জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান। এই সকল জেলায় আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। তবে এর পাশাপাশি আগামী ১১ মার্চ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে পূর্ব মেদিনীপুরে।

এই দিনগুলি ছাড়াও মার্চ মাসে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ১৭ এবং ১৮ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির এই সম্ভাবনার কারণে আগামী ১৫ মার্চ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমবে।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও হাওয়া অফিসের পূর্বাভাস। শুক্রবার দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বাকি যে সকল জেলা রয়েছে সেই সকল জেলায় চার থেকে পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে এমনটাই পূর্বাভাসে বলা হয়েছে। রাত এবং দিনের তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হবে না। তবে রবিবার প্রায় সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।