রবি, সোমে আরও বাড়বে দুর্যোগ! ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের তাণ্ডবে তোলপাড় হবে বাংলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আবহাওয়ার খামখেয়ালীপণায় নাজেহাল অবস্থা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের। তখনই দক্ষিণবঙ্গে (South Bengal) তাপমাত্রার পারদ বেড়ে দাঁড়াচ্ছে ৩৫ এর বেশি, আবার তখনই বৃষ্টিতে সেই তাপমাত্রা নেমে দাঁড়াচ্ছে ৩০ এর নিচে। আবার যখন বৃষ্টির দরকার তখন নেই, অথচ পুজোর আগে একের পর এক নিম্নচাপে ভাসছে বাংলা। সম্প্রতি সেই রকমই একটি নিম্নচাপে পশ্চিমবঙ্গের (West Bengal Weather Update) অধিকাংশ জায়গা বৃষ্টিতে ভাসার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisements

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপের অবস্থান রয়েছে, আবার এরই সঙ্গে সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই সুস্পষ্ট নিম্নচাপ রবিবার উত্তর ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আরও অগ্রসর হবে। এর প্রভাবে রবিবার বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং তারই সঙ্গে সঙ্গে সোমবার বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে হাওয়া অফিসের (Weather Update) তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী রবিবার দক্ষিণবঙ্গের ১৫ জেলা বৃষ্টিতে ভিজবে। যার মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

Advertisements

রবিবারের পাশাপাশি সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কিছু জেলায় আবার বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস যে সকল জেলায় রয়েছে সেগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া। অন্যদিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের কেবলমাত্র উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বুধবার অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসবে বলে জানা যাচ্ছে।

Advertisements