Weather Update: গরম অতীত! টানা ৫ দিন ঝড়-বৃষ্টিতে ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গ, কবে কোথায়? জানুন আবহাওয়ার খবর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টানা ২০ দিনের কাছাকাছি সময় ধরে তাপপ্রবাহ চলার পর এখন দক্ষিণবঙ্গের (South Bengal) নেমে এসেছে স্বস্তি। এমন স্বস্তি ফিরেছে মূলত লাগাতার ঝড় বৃষ্টির কারণে। রবিবার থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে শুরু করে আর সোমবার থেকে সেই বদল ভালোভাবেই লক্ষ্য করা যায়। এরই মধ্যে হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া (Weather Update) নিয়ে আরও সুখবর দেওয়া হল।

Advertisements

সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পর বুধবার দক্ষিণবঙ্গের কোন জেলাতেই সেই ভাবে ঝড়-বৃষ্টির দেখা মেলেনি। তবে বৃহস্পতিবার সকাল হতেই ফের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। আর এই ঝড় বৃষ্টির কারণে এখন সর্বোচ্চ তাপমাত্রা নেমে যাওয়ার কারণে গরম অতীত হয়ে গিয়েছে। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, টানা ৫ দিন ঝড়-বৃষ্টিতে ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গ।

Advertisements

গত কয়েক দিন ধরে লাগাতার শুষ্ক পশ্চিমা ও উত্তর-পশ্চিমা বায়ু প্রবেশের পর এখন একটি সাইক্লোনিক সার্কুলেশন বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলে তৈরি হয়েছে। যেটি সমুদ্রপৃষ্ট থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে একইভাবে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং পার্শ্ববর্তী এলাকায়। দক্ষিণ ঝাড়খন্ড থেকে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ এলাকাটি এখন ওড়িশা উত্তরের অভ্যন্তরীণ এলাকা থেকে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ হয়ে দক্ষিণ পূর্ব রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Advertisements

ঝড় বৃষ্টির এমন অনুকূল পরিবেশ তৈরি হওয়ার ফলে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার কোন কোন অংশে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলারই কোন না কোন অংশে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি দেখা মিলবে। বৃহস্পতিবার আবহাওয়ার এমন পরিস্থিতির দিকে তাকিয়ে হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন ? Change of Banking Rules: টাকা লেনদেনের নিয়মে বড় বদল! ইয়েস ব্যাঙ্ক ও আইসিআইসি ব্যাঙ্কের গ্রাহক হলে জেনে নিন

শুক্রবার ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার কোন কোন অংশে। দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেগুলি হল পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই সকল জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর সেই কারণে হাওয়া অফিসের তরফ থেকে কমলা সর্তকতা জারি করা হয়েছে।

১১ মে শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঐদিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার ১২ মে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কোন কোন জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এসবের ফলে আগামী রবিবার পর্যন্ত গরম নিয়ে চিন্তা নেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।

Advertisements