নিজস্ব প্রতিবেদন : নিম্নচাপ কাটিয়ে মেঘ পরিষ্কার হতেই শীতের ইনিংস শুরু হয়েছে বাংলা জুড়ে। মাত্র দিন কয়েকের মধ্যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রার পার্থক্য দাঁড়িয়েছে ৭ থেকে ১০ ডিগ্রি। সবথেকে বেশি তাপমাত্রার পারদ নেমেছে পশ্চিমের জেলাগুলিতে।
বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া সহ জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ হু হু করে নেমেছে এই কয়েকদিনে। ইতিমধ্যেই এই সকল জেলায় কাঁপুনি দিতে শুরু করেছে শীত। এই সকল জেলাগুলি ছাড়াও কলকাতা এবং অন্যান্য জায়গাতেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে।
শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফে দেওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।
বহরমপুর হাওয়া অফিসের তরফে দেওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিক। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি।
বাঁকুড়া হাওয়া অফিসের তরফে দেওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।
আসানসোল হাওয়া অফিসের তরফে দেওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রী সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমান হাওয়া অফিসের তরফে দেওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রী সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর হাওয়া অফিসের তরফে দেওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।