বৃষ্টির পূর্বাভাস, তারপরেই নামবে পারদ, তারিখ বেঁধে দিল হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অন্যান্য বছরের তুলনায় হালকা শীতের আমেজ এবার কিছুটা হলেও আগে শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। হালকা শীতের আমেজ শুরু হলেও জাঁকিয়ে শীত এখনো ধরা দেয়নি। এমন পরিস্থিতিতে শীতপ্রেমী মানুষেরা হাওয়া অফিসের বার্তার দিকে তাকিয়ে রয়েছেন, কবে তারা সুখবর দেন।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, হালকা শীতের আমেজ এবার দক্ষিণবঙ্গে তাড়াতাড়ি শুরু হলেও জাঁকিয়ে শীত ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত ধরাছোঁয়ার বাইরেই থাকবে। তবে এরই মধ্যে সাগরে একটি ঘূর্ণিঝড় এবং ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে তাপমাত্রায় বেশ কিছু হেরফের হয়। সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় এবং ঘূর্ণাবর্তের প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও তাপমাত্রার পারদ অনেক বেড়েছে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সুস্পষ্ট যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই তাপমাত্রার পারদ নামবে বঙ্গে। অন্যদিকে আরব সাগরে যে নিম্নচাপ রয়েছে তার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত দার্জিলিংয়ে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃহস্পতিবারের পর আবহাওয়ার পরিবর্তন ঘটবে।

Advertisements

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা আগের তুলনায় অনেক কমবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দিন কয়েক সকালবেলা কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এইরকমই তাপমাত্রা এবং আবহাওয়া আগামী শনিবার পর্যন্ত থাকতে পারে বলে হওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে হাওয়া অফিসের তরফ থেকে স্পষ্টভাবেই জানানো হয়েছে ১৫ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে ১৫ ডিগ্রীর কাছাকাছি পৌঁছে যেতে পারে। অন্য দিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকবে ১১ থেকে ১২ ডিগ্রির কাছাকাছি।

Advertisements