নিম্নচাপের জেরে রাজ্যের ১১ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন : পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই নিম্নচাপ আগামীকাল অর্থাৎ রবিবার তৈরি হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। আবহাওয়াবিদরা মনে করছেন এই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর তৈরি হতে পারে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আর এসবের কারণেই রাজ্যজুড়ে ১১টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

পশ্চিমবঙ্গের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেরল, কর্ণাটক সহ আরও বেশ কয়েকটি রাজ্যে। পাশাপাশি আগামী তিন-চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। আগামী সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গের যে ১১ টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তার মধ্যে উত্তরবঙ্গের জেলা রয়েছে সাতটি এবং বাকি চারটি জেলা দক্ষিণবঙ্গের। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বেশ কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে।

অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের চার জেলা মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই চার জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।