পুজোয় টানা ৩ দিন তুমুল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাসের মাঝামাঝি সময়েও দিন দিন যেভাবে গুমোট গরম বাড়ছে তাতে পুজোয় বৃষ্টির অশনি সংকেত সম্পর্কে আগেই টের পাওয়া যাচ্ছিল। আর এবার সেই অশনি সংকেতকেই সিলমোহর দিলো হাওয়া অফিস। পুজোই টানা তিনদিন তুমুল বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস।

Advertisements

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে শুক্রবার আবহাওয়ার পূর্বাভাস হিসাবে জানানো হয়েছে, আগামী ১৯ অক্টোবর অর্থাৎ সোমবার মধ্য বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই নিম্নচাপের অভিমুখ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দিকে হলেও এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে। এই নিম্নচাপের প্রভাবে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকবে রাজ্যের স্থলভাগে। আর এর জেরেই বৃষ্টির বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে।

Advertisements

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২১ অক্টোবর অর্থাৎ মহাষষ্ঠীর দিন থেকে ২৬ অক্টোবর মহাষ্টমীর দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। আর এই সময়ের মধ্যে ২২, ২৩ এবং ২৪ তারিখ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই পূর্বাভাস থেকেই চলতি বছর দুর্গা পুজো মাটি হতে পারে বলে মনে করা হচ্ছে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, অক্টোবর মাসের মত সময় পেরিয়ে গেলেও এখনই মৌসুমী বায়ু বিদায় নেওয়ার কোনরকম ইঙ্গিত নেই। বরং মরসুমের শেষ ইনিংসে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। আর এই পরিস্থিতি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের প্রভাবে।

Advertisements