নিজস্ব প্রতিবেদন : উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আগামী রবিবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। যেকারণে রবিবার থেকে টানা তিনদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভাসতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
বিগত কিছুদিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তবে এরই মাঝে কিছুটা হলেও স্বস্তি দেয় বিশ্বকর্মা পূজার দিনের বৃষ্টি। তবে সাময়িক স্বস্তি পেলেও আর্দ্রতাজনিত অস্বস্তি এখনই কাটছেনা বলেই খবর। হাওয়া অফিস সূত্রে খবর, বাতাসে অত্যধিক জলীয় বাষ্প থাকায় আপেক্ষিক আর্দ্রতা আগামী কয়েক দিন খুব বেশী থাকবে। ফলে অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই পাচ্ছেনা রাজ্যবাসীরা।
রবিবার থেকে বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির দেখা মিলতে পারে।
সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সোমবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে।
মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, মালদা, দুই দিনাজপুর জেলায়।
হাওয়া অফিসের তরফ থেকে সতর্কতাবাণী হিসাবে রবিবার সন্ধ্যের পর থেকে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই যারা সমুদ্রে যাঁরা রয়েছেন তাদের রবিবার বিকেলের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।