নিজস্ব প্রতিবেদন : ‘যাই যাই’ করে চলতি বছর বেশ কয়েকটা বাড়তি দিন কাটিয়ে দিলো শীত। তবে এবার সে বিদায় নিয়েছে। আর নতুন করে শীতের কোনো সম্ভাবনাই নেই, বরং এবার তরতরিয়ে তাপমাত্রা বাড়বে। বুধবার এমনটাই জানানো হলো হাওয়া অফিসের তরফ থেকে।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসে দক্ষিণবঙ্গের কোন জেলায় আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং সহ দু-তিনটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু নতুন করে আর তাপমাত্রা নামার কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
ধীরে ধীরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রার পারদ। আর এমত অবস্থায় হাওয়া অফিসের পূর্বাভাস আগামী তিনদিনের মধ্যেই এই তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। অর্থাৎ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী তিনদিন পর ভালোভাবেই টের পাওয়া যাবে গরমের।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা আগামী তিন দিনের মধ্যে পৌঁছে যাবে ৩৪ ডিগ্রিতে। শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রাও আগামী তিন দিনের মধ্যে পৌঁছে যাবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে।
[aaroporuntag]
তবে হাওয়া অফিসের তরফ থেকে এখনই স্পষ্ট বার্তায় কিছু বলা হয়নি চলতি বছর কেমন গরম পড়তে পারে। কারণ দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই সকল জেলাগুলিতে যে হারে প্রতিবছর গরম লক্ষ্য করা যায় গত বছর তা লক্ষ্য করা যায়নি। তবে এবছর কি তীব্র গরমের সম্মুখীন হবে এই সকল এলাকা নাকি গত বছরের মতোই কেটে যাবে তা ভবিষ্যতই বলবে।