নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গের বাতাসে বিপুল পরিমাণে জলীয় বাষ্পের কারণে আদ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি বেড়েই চলেছে। আর এই পরিস্থিতি আরও বাড়বে বলে মনে করছেন হওয়াবিদরা। তবে আগামী ২৪ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আর এর পরেই দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি চরমে ওঠার সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
একটি মৌসুমী অক্ষরেখা বর্তমানে মোজাফফরপুর থেকে জলপাইগুড়ি, অসম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে আবার অসমের উপর বিরাজ করছে একটি ঘূর্ণাবর্ত। যে কারণে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে। আর এর প্রভাবে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।
অন্যদিকে গতকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও মঙ্গলবার সকাল থেকে বাতাসে জলীয়বাষ্পের মাত্রা বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিস্থিতি অনুভূত হচ্ছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টি যেমন সাধারণ মানুষকে অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি দিচ্ছে ঠিক তেমনই বিপুল পরিমাণে বৃষ্টি গ্রাম্য এলাকার মানুষদের আশঙ্কা বাড়াচ্ছে। কারণ চলতি বছর বিপুল পরিমাণে বৃষ্টির কারণে এমনিতেই নদী-নালা প্রায় পরিপূর্ণ অবস্থায় রয়েছে। এমত অবস্থায় আরও বৃষ্টির পরিমাণ বাড়লে বন্যার আশঙ্কা থেকেই যাচ্ছে।
যদিও হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ৪৮ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে।