তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা, কবে বৃষ্টি নামবে জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের (Weather Office) তরফ থেকে আগেই পূর্বাভাসে জানানো হয়েছিল জুন মাসের প্রথম থেকেই নতুন করে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। হাওয়া অফিসের সেই পূর্বাভাসকে সত্যি করেই তরতরিয়ে তাপমাত্রার পারদ বাড়ছে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সবচেয়ে খারাপ অবস্থা পশ্চিমের জেলাগুলির। তীব্র তাপপ্রবাহে (Heatwave) হাঁসফাঁস অবস্থা বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মত এলাকার বাসিন্দাদের। সকাল থেকেই এই সকল এলাকার বাসিন্দাদের গায়ে ফোসকা পড়তে শুরু করেছে।

Advertisements

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, সোমবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল থেকেই এই তাপমাত্রা ২৮ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তরতরিয়ে বাড়ছে তাপমাত্রা। বাঁকুড়ার বিভিন্ন নদ নদী শুকিয়ে পড়ার পাশাপাশি পশ্চিমের জেলাগুলির নদ নদীর অবস্থাও খারাপ। এমন পরিস্থিতিতে সবাই তাকিয়ে রয়েছেন বৃষ্টির (Rain) দিকে।

Advertisements

এই পরিস্থিতিতে সবাই বৃষ্টির দিকে তাকিয়ে থাকলেও হাওয়া অফিসের তরফ থেকে তেমন কোন আশার আলো দেখানো হয়নি। বাঁকুড়ার ক্ষেত্রে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। শনিবার এবং রবিবার হালকা মেঘলা আকাশের দেখা মিললেও বৃষ্টির ছিটেফোঁটা সম্ভাবনার কথাও জানাতে পারেনি হাওয়া অফিস।

Advertisements

এখন যদি বীরভূমের দিকে তাকানো যায় তাহলে সোমবার বৃষ্টির মুখোমুখি হয়েছে জেলা। কিন্তু মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। হালকা মেঘলা আকাশের দেখা মিলতে পারে শনিবার এবং রবিবার, তবে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়নি।

পুরুলিয়ার ক্ষেত্রে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা রয়েছে এবং শুক্রবার হালকা মেঘের দেখা মিলতে পারে। কিন্তু এই সপ্তাহে পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছে না হওয়া অফিস। একই রকম পরিস্থিতি ঝাড়গ্রামের ক্ষেত্রেও। মুর্শিদাবাদেও বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। মোটের উপর আগামী কয়েক দিন এই সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হওয়া অফিস।

Advertisements