বৃষ্টি না অস্বস্তি! কেমন থাকবে দক্ষিণবঙ্গের পরিস্থিতি জানালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন টানা বৃষ্টির (Rain) পরেও গরম থেকে মুক্তি মিলছে না দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। এখনো আবহাওয়ার পরিস্থিতি যে জায়গায় রয়েছে তাতে প্রতিনিয়ত ঝরছে ঘাম। বৃষ্টি না হলেই অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা হতে হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী দিন কয়েক কেমন থাকবে তা জানালো হাওয়া অফিস (Weather Office)।

পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই বর্তমানে বর্ষার (Monsoon) আগমন ঘটে গেছে। বর্ষার আগমন ঘটতেই গত সপ্তাহে দেখা যায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাই টানা বৃষ্টিতে ভেজে। কিন্তু শনিবার থেকে বৃষ্টি কমে যাওয়ায় নতুন করে বাড়তে শুরু করে গরম। এই গরম আবার একেবারেই অন্যরকম এবং অসহ্য। এমন পরিস্থিতি থেকে কি মুক্তি মিলবে নাকি এইরকম ভাবেই কাটাতে হবে তা নিয়েই দুশ্চিন্তায় সাধারণ মানুষ।

আবহাওয়ার এই সকল আপডেট অর্থাৎ বৃষ্টি হবে নাকি অসহ্য গরম সহ্য করতে হবে তা নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এমনকি ভারী এবং অতি ভারী বৃষ্টির কথা মাথায় রেখে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের উপরের জেলাগুলি অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদয়ারের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সকল জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবার একইভাবে দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। একই সময়ে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি এবং দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী অথবা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায়। বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে তাপমাত্রায় তেমন কোন পরিবর্তন আসবে না বলেও জানানো হয়েছে।