মেঘলা আকাশ! ফের বৃষ্টির আশঙ্কা নাকি শীত

নিজস্ব প্রতিবেদন : ঘূর্ণিঝড় জাওয়াদ এবং নিম্নচাপের কারণে গত রবিবার থেকে রাজ্যের বেশকিছু জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ তেমন বেশি না হলেও মেঘলা আকাশ ভুলিয়ে দেয় শীতের আমেজ। তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়।

এরপর মঙ্গলবার থেকে অধিকাংশ জেলার আবহাওয়া অনুকূল হতে শুরু করে। মেঘ কেটে দেখা যায় সূর্যের আলো। মেঘ কেটে যাওয়ার পর আশা করা হচ্ছিল শীতের আমেজ পেতে হয়তো আর বেশি দেরি হবে না। তবে হাওয়া অফিস জানিয়ে রেখেছিল, মেঘ কাটলেও যেভাবে পশ্চিমবঙ্গের আকাশে জলীয়বাষ্প ঢুকেছে তাতে এখনই জাঁকিয়ে শীতের দেখা মিলবে না।

হাওয়া অফিসের সেই পূর্বাভাসই যেন সত্যি হয়ে দাঁড়ালো। গত কয়েক দিনের তুলনায় বুধবার শীতের অনুভূতি ছিল অনেকটাই কম। পাশাপাশি আংশিক মেঘলা আকাশের কারণে ফের বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। যদিও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে, আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

অন্যদিকে ঘূর্ণিঝড় জাওয়াদ এবং নিম্নচাপের কারণে তাপমাত্রা যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছিল সেই জায়গায় তা কেটে যেতেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ফারাক কমতে শুরু করেছে। পাশাপাশি ধীরে ধীরে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমছে এবং শুষ্ক আবহাওয়া তৈরি হচ্ছে। এমত অবস্থায় হাওয়া অফিসের পূর্বাভাস ১১ ডিসেম্বর থেকে শীত পড়তে শুরু করবে।

বৃহস্পতিবার আলিপুর হাওয়া অফিসের তরফ সে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪° বেশি। শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে পেশ করা রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩° বেশি।