গরমে হাঁসফাঁস অবস্থা! কালবৈশাখী কি আসবে! কি জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মার্চ মাস ভালোভাবে কেটে গেলেও এপ্রিল মাস শুরু হতেই শুরু হয়েছে দহন। তীব্র রোদে চারদিকের অবস্থা কাঠফাটা। অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ এখন ৪০° ছুঁইছুঁই। নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমজনতার। পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই হাওয়া অফিসের (weather office) তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

Advertisements

এমন নাজেহাল পরিস্থিতিতে মানুষ বাদেও পশু পাখিদের অবস্থাও খারাপ হয়ে দাঁড়িয়েছে। এই নাজেহাল পরিস্থিতি থেকে বাঁচার জন্য প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন কালবৈশাখীর (Kalbaishakhi) দিকে। সাধারণ মানুষ কালবৈশাখীর দিকে তাকিয়ে থাকলেও খুব একটা আশার আলো দেখাতে পারল না হাওয়া অফিস।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, অন্ততপক্ষে আগামী পাঁচ দিন বাংলায় কোনরকম কালবৈশাখীর সম্ভাবনা নেই। বরং আগামী কয়েক দিন বাড়বে শুষ্ক গরম। গত সাত বছরে এটিই হলো উষ্ণতম এপ্রিল। হাওয়া অফিসের বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী আগামী পাঁচ দিন এইরকম অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। পাঁচ দিন কালবৈশাখীর কোন সম্ভাবনা নেই। অস্বস্তি বাড়বে।

Advertisements

কালবৈশাখীর সম্ভাবনা তৈরি করে সেই সময় যখন ছোট নাগপুর মালভূতি, ঝাড়খণ্ড, বাংলার পশ্চিমাঞ্চলের মাটি গরম আর বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে বাংলায়। এমন পরিস্থিতিতে বজ্রগর্ভ মেঘের উৎপত্তি হয় এবং তা থেকেই কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা যায়। কিন্তু এপ্রিল মাসে তেমনটা হচ্ছে না।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত কয়েকটি দিন দিনে বেরোনোর সময় সরাসরি রোদে যেন শরীর না আসে তার জন্য কাপড়, ছাতা, টুপি ইত্যাদি ব্যবহার করতে হবে। আগামী পাঁচ দিন প্রতিটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২ থেকে ৪° পর্যন্ত বৃদ্ধি পাবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

Advertisements