কবে থেকে বাংলায় জাঁকিয়ে শীত, জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নিম্নচাপের দুর্যোগ কাটার পাশাপাশি কেটেছে দুর্ভোগ। অন্যদিকে পাকাপাকিভাবে এই বছরের জন্য বাংলা (West Bengal) থেকে বিদায় নিয়েছে বর্ষা। এমত অবস্থায় বাঙ্গালীদের মনে একটি প্রশ্ন, কবে থেকে মিলবে শীতের দেখা? এই বিষয়েই আলিপুর হাওয়া অফিসের (alipur weather report) তরফ থেকে দেওয়া হল বার্তা।

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী তিন-চার দিন দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। তবে এখনই হাওয়া অফিসের তরফ থেকে শীত (Winter) নিয়ে তেমন কোনো আশার আলো দেখাতে পারলো না। এত আগে থেকে শীত নিয়ে আগাম বার্তা দেওয়া সম্ভব নয়। তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে।

Advertisements

অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভোরের দিকে তাপমাত্রা অনেকটাই কমেছে। এই সকল জেলায় ভোরের দিকে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। পাশাপাশি আগামী ২৫ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে বিশেষত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

গত কয়েকদিন ধরেই নিম্নচাপ চলার পর সেই নিম্নচাপ সরে যাওয়াই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩ ডিগ্রি কমেছিল। কিন্তু আগামী দুদিন এই সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রী বাড়বে বলে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। রাতের দিকে তাপমাত্রা আগামী দুদিন একইরকম থাকলেও এরপর থেকে তা নামতে শুরু করবে। অনুমান করা হচ্ছে তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

মোটের উপর আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী, বাংলা সেই ভাবে জাঁকিয়ে শীত পেতে বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হতে পারে। তবে দিন দুয়েক পর থেকেই হালকা শীতের আমেজ আরও ভালোভাবে অনুভূত হতে শুরু করবে।

Advertisements