নিজস্ব প্রতিবেদন : দিন দুয়েক আগেই মনে করা হচ্ছিল তাপমাত্রার পারদ আর বোধ হয় নামবে না। তবে ঠিক তার উল্টো পথে হেঁটে শেষ বেলায় তীব্র শীতের ঝড়ো ইনিংস দক্ষিণবঙ্গে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এই শীতের তীব্রতা সবথেকে বেশি নজরে এসেছে।
হাওয়া অফিসের পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশা দেখা দিতে। অন্যান্য জেলাগুলিতে মধ্যমমানের কুয়াশা দেখা দিতে পারে আগামী দিন কয়েক। বুধবার সকালে শ্রীনিকেতনের ন্যূনতম তাপমাত্রা পৌঁছে গেছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ২° কম থাকার পাশাপাশি গতকাল অর্থাৎ মঙ্গলবারের তুলনায় ০.৫ ডিগ্রী কম।
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে তাপমাত্রার পারদ নামার বিষয়ে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১° কম। পাশাপাশি গতকাল অর্থাৎ মঙ্গলবারের তুলনায় তাপমাত্রা কমেছে ১.৫ ডিগ্রী সেলসিয়াস। অর্থাৎ শীতের শেষ ইনিংসে এসেও তাপমাত্রার পারদ দিন দিন কমছে। কিন্তু এই পরিস্থিতি কতদিন থাকবে? কি জানাচ্ছে হাওয়া অফিস?
হাওয়া অফিসের তরফ থেকে আগামী ৪৮ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে উত্তরবঙ্গে কুয়াশার দাপট বাড়বে। দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়া থাকবে প্রায় শুকনো। রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রী কমতে পারে।
পাশাপাশি হাওয়া অফিস এমনটাও পূর্বাভাস দিয়েছে, আপাতত কয়েকদিন শীতের আমেজ থাকবে। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপমাত্রা অনেকটাই নামবে।