Weather Update West Bengal: কনকনে শীতের বদলে স্যাঁতসেঁতে শীত! আজ থেকেই জেলায় জেলায় বদলে যাবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদন : চলতি মরশুমে কনকনে শীত পড়তে কিছুটা দেরি করলেও গত সপ্তাহের শুক্রবার থেকে যেভাবে তাপমাত্রার পতন হয়েছে, তাতে রীতিমতো অস্বস্তিতে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কনকনে শীতে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির অবস্থা নাজেহাল। তবে এই পরিস্থিতি আজ থেকেই বদলে যাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update West Bengal) অনুযায়ী আজ থেকেই কনকনে শীতের বদলে স্যাঁতসেঁতে শীতের পরিস্থিতি তৈরি হবে।

বঙ্গোপসাগরের উপর থাকা একটি নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে বিপুল পরিমাণ জলীয় বাষ্প। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এমন বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বলে হওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। এর ফলে যেমন তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে ঠিক সেই রকমই শীতকালীন ফসলের ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দার্জিলিং, সিকিম সহ উত্তরের বিভিন্ন উঁচু পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের উচু পার্বত্য এলাকায় আজ থেকেই বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা তৈরি হওয়ার পাশাপাশি বুধবার ও বৃহস্পতিবার সমতলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সম্ভাবনার কারণেই আবহাওয়ায় বদল আসবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।

আরও পড়ুন 👉 Rainfall forecast: খতরনাক শীতের মাঝেই এবার বৃষ্টির খেলা শুরু! খেলা হবে এইসব জেলায়

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের ৫ জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও উপকূল পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়াও ঘন কুয়াশায় ঢাকা থাকবে মালদহ, দিনাজপুর, বীরভূম এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলি।

মঙ্গলবারের পর বুধবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায়। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে হওয়া অফিসের তরফ থেকে। বৃহস্পতিবার রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শুক্রবার থেকে আবহাওয়া কিছুটা হলেও অনুকূল হবে এবং ফের তাপমাত্রার পারদ নিচের দিকে নামতে শুরু করবে।