UGC: তৃণমূলের কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন নিয়ে তৈরি হয়েছিল ওয়েবকুপা। এবার ইউজিসির বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে ওয়েবকুপা। কিন্তু ঠিক কি কারনে এর বিরুদ্ধে নামতে চলেছে ওয়েবকুপা। সেই নিয়েই বিস্তারিত আলোচনা হবে আজকের এই প্রতিবেদনে। ইউজিসি বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে এদিন আলোচনা করেন ওয়েবকুপার সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এদিন ওয়েবকুপার ৩৫টি সাংবিধানিক জেলার নতুন সভাপতি এবং ২০০টি বিশ্ববিদ্যালয়ের ইউনিট ইউজিসির (UGC) বিরুদ্ধে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করেন। ব্রাত্য বসু জানিয়েছেন, ইউজিসির এরকম একতরফা সিদ্ধান্তকে কোনভাবেই মেনে নেওয়া হবে না। এর বিরুদ্ধে লড়াইয়ে নামবে ওয়েবকুপা। পাশাপাশি এর বিরুদ্ধে নানারকম সম্মেলন করার নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু কেন ওয়েবকুপারর তরফ থেকে এরকমটা জানানো হলো, আসুন জেনে নেওয়া যাক।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি (UGC) কলেজ ও বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষক এবং উপাচার্য নিয়োগ সম্পর্কিত এক বিতর্কিত খসড়া পেশ করেছে। যেটি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর শর্তের পুরোপুরি বিরোধিতা করছে। এই কারণেই এবার সক্রিয় হয়ে উঠেছে ওয়েবকুপা। এই নিয়েই রবিবার তৃণমূল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন তথা ওয়েবকুপার সভাপতি ব্রাত্য বসু আলোচনা করেন। এই দিন আলোচনায় স্থির হয় যে, এ ব্যাপারে খতিয়ে দেখার জন্য এক বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করা হবে। পাশাপাশি বিভিন্ন শিক্ষক সংগঠনগুলোকেও এক হওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: যৌথভাবে কাজ করবে আইআইটি খড়গপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয়, চুক্তিও স্বাক্ষরিত হল
সূত্রের খবর অনুযায়ী, বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট ইউজিসির (UGC) বিধির বিপক্ষে মত দিয়েছে। এই জন্য বিষয়টি নিয়ে বিভিন্ন সম্মেলনেরও নির্দেশ দিয়েছে রাজ্য। এর পাশাপাশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও এই উদ্যোগে শামিল হতে চলেছেন। ইউজিসির এই একতরফা মনোভাব কোনভাবেই মেনে নেবে না ওয়েবকুপা। এর বিরুদ্ধে বৃহত্তর জনমত তৈরি করবে ওয়েবকুপা। নানা রকম ভাবে বিরোধিতা করবে ওয়েবকুপা।
এদিন আলোচনায় ব্রাত্য বসু জানান যে, ইউজিসি (UGC) এক তরফা ভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর শর্ত পুরোপুরি উপেক্ষা করে এক আধিপত্যবাদী মানসিকতা থেকে রাজ্যগুলোর উপরে এই বিধি চাপাতে চাইছে, ওয়েবকুপা ধারাবাহিক ভাবে এর বিরোধিতা করবে। এর পাশাপাশি বিজেপির পক্ষ থেকে শিক্ষার যে গৈরিকীকরণ শুরু হয়েছে, তার বিরুদ্ধেও ধারাবাহিকভাবে বিরোধিতা করে চলবে ওয়েবকুপা, এদিনের আলোচনায় এমনটাই জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।