Gautam Adani Son Wedding: দেশের অন্যতম ধনী ব্যাক্তি, ছেলের বিয়ের অনুষ্ঠান একেবারে সাদামাটা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Gautam Adani Son Wedding: বেশ কয়েকমাস আগে আম্বানি পুত্রের বিয়েতে যে জাঁকজমক হয়েছিল তা দেখে তাক লেগে গেছিল গোটা বিশ্বের। এই বিয়েতে বিশ্বের নামিদামি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বিশ্বের সবথেকে ব্যয়বহুল বিয়ের মধ্যে একটি ছিল অনন্ত-রাধিকার বিয়ে। এই বিয়ে নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমন সমালোচনাও কিছু কম হয়নি। বহু চর্চিত সেই বিয়ের রেশ এখনো পর্যন্ত কাটেনি তার মাঝেই আরেক ধনকুবেরের ছেলের বিয়ে নিয়ে জল্পনা রীতিমতো তুঙ্গে।

Advertisements

অনন্ত-রাধিকার বিয়ের বিভিন্ন অনুষ্ঠান সত্যিই অবাক করে দিয়েছিল গোটা বিশ্বকে। মুকেশ আম্বানি তার কনিষ্ঠ পুত্রের বিয়েতে কোনোভাবেই কমতি রাখেননি। মুকেশ আম্বানির ছেলের বিয়ে নিয়ে আলোচনা শেষ হতে না হতেই ধনকুবের শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani Son Wedding) ছোট ছেলে জিৎ আদানির বিয়ে নিয়ে সকলেই বেশ উচ্ছ্বসিত। ‘প্রতিদ্বন্দ্বী’কে টেক্কা দেওয়ার আদৌ কি কোন চেষ্টা করেছেন তিনি? ছেলের বিয়ের অনুষ্ঠানে টেলর সুইফটকে নাকি নিয়ে আসছেন আদানি। রীতিমতো চাঁদের হাট বসবে সেই অনুষ্ঠান ঘিরে। তবে সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন তিনি।

Advertisements

আগামী মাসে তাঁর (Gautam Adani Son Wedding) ছেলের বিয়েতে এমন কোনও জাঁকজমকই হবে না। প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিতে কোনরকম জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান করছেন না গৌতম আদানি। বরং ছেলের বিয়ে দিচ্ছেন একেবারে অনাড়ম্বর অনুষ্ঠানে ঐতিহ্য মেনে। উপস্থিত থাকবেন কেবল পরিবারের সদস্যরাই।

Advertisements

আরও পড়ুন: মহাকুম্ভ মজেছে মোনালিসার চোখের রঙে, কাদের হয় এমন চোখ?

সম্প্রতি মহাকুম্ভে পুণ্য অর্জনের জন্য এসেছেন আদানি। তার সাথে ছিলেন পুত্র জিৎও। ভারতের অন্যতম ধনী ব্যক্তির সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তখনই বলেন যে, ৭ ফেব্রুয়ারি জিতের বিয়ে। তবে একেবারে সাধারনভাবে ছেলের বিয়ে দেবেন তিনি। কোনরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিবর্তে সাদামাটা অনুষ্ঠান তিনি সবথেকে বেশি পছন্দ করেন। কোন সেলিব্রেটি কি থাকবে না এই অনুষ্ঠানে? এই প্রশ্নের জবাবে কি বললেন আদানি? থাকবে না কোনো নামিদামি তারকা বরং কেবল পরিবারের সদস্যরাই থাকবেন।

সূত্র মারফত জানা যাচ্ছে যে, সুরাটের হিরে ব্যবসায়ী জয়মিন শাহের মেয়ে দিভা শাহের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন জিৎ। যদিও বাগদান পর্ব সারা হয়ে গিয়েছিল ২০২৩ সালের মার্চে। চলতি বছরে সাত পাঁকে বাঁধা পড়বেন দুজনে। অনুষ্ঠান নিয়ে জল্পনা রীতিমতো তুঙ্গে। যেখানে গোটা বলিউড এমনকী পশ্চিমী বিনোদন দুনিয়ার বহু তারকা উপস্থিত ছিলেন আম্বানির ছেলের বিয়ের আসরে, স্বাভাবিকভাবেই আদানির ছেলের বিয়ে ঘিরেও মানুষের আরও বড় প্রত্যাশা হওয়ার কথা। কিন্তু সেইসব কিছুই হচ্ছে না এই বিয়েতে। সমস্ত কৌতূহল মিটিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ আদানি। বিশেষজ্ঞরা অনেকেই বলেছেন যে, অনাড়ম্বরভাবে ছেলের বিয়ে দিয়ে কি আসলে আম্বানির জৌলুসপূর্ণ বিয়ে আয়োজনকেই খোঁচা দিতে চাইছেন আদানি (Gautam Adani Son Wedding)?

Advertisements