নতুন বছরের শুরুতেই পাকাপাকিভাবে বদলে বিশ্বভারতীর সাপ্তাহিক ছুটির দিন

নিজস্ব প্রতিবেদন : বিশ্বভারতী মানেই যেন সবার থেকে আলাদা। কবিগুরুর বিশ্বভারতী আলাদা তার আচার, রীতিনীতিতে। তবে এবার চিরাচরিত তাদের সেই এক রীতির বদল ঘটলো নতুন বছরের শুরুতেই। যা হলো সাপ্তাহিক ছুটি। সাপ্তাহিক ছুটির ক্ষেত্রেও বিশ্বভারতী ছিল সবার থেকে ভিন্ন, তবে এবার নতুন বছরে জুড়লো অন্যান্যদের সাথে।

‘বুধবারের উপাসনার ছুটি’কে চিরতরে তুলে দিল বিশ্বভারতী! তবে ঐতিহ্য বলে ‘শান্তনা পুরস্কার’ হিসাবে পাঠভবন ও রবীন্দ্রভবনের ছুটি দিয়ে সকলের মুখ বন্ধ করার চেষ্টা করা হল নিয়ম মেনে। বাকি সমস্ত বিভাগের সাপ্তাহিক ছুটি ঘোষনা হলো শনিবার ও রবিবার। এতদিন সাপ্তাহিক ছুটি হিসাবে ধার্য্য ছিল বুধবার আর রবিবার।

মঙ্গলবার বিশ্বভারতীর কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ঘোষনা করে, ‘গত ২৯ শে সেপ্টেম্বর বিশ্বভারতীর কর্মসমিতির অনুমোদনক্রমে নতুন বছরে বিশ্বভারতীর বদলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি। এ বার থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভবন সদন এবং কলকাতার গ্রন্থন বিভাগ শনিবার ও রবিবার বন্ধ থাকবে। পাঠভবন ছুটি থাকবে রবিবার ও বুধবার। রবীন্দ্রভবন বন্ধ থাকবে বুধবার ও বৃহস্পতিবার।’

আর এই বিজ্ঞপ্তিতেই মহর্ষির সময় থেকে চলে আসা বুধবারের ছুটির কার্যত ইতি। আর এই সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিক, কর্মী ও পড়ুয়ারা। আবার অন্যদিকে অধ্যাপকদের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।