সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহে দু’দিন লকডাউন, দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে করোনা সংক্রমণ ঠেকাতে জুলাই মাস থেকে রাজ্য সরকার সপ্তাহে দুদিন করে লকডাউন জারি করার যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত বহাল থাকবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি সেপ্টেম্বর মাসের তিনটি লকডাউনের আগাম দিনক্ষণ ঘোষণা করলেন।

Advertisements

Advertisements

আগস্ট মাসের লকডাউনের দিনক্ষণ সম্পর্কে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন ঠিক তেমনই সেপ্টেম্বর মাসের দিনক্ষণ সম্পর্কেও আগাম ঘোষণা পাওয়া গেল তার মুখ থেকে। আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনটি দিন ঘোষণা করেছেন সেই তিনটি দিন হল ৭, ১১ ও ১২ই সেপ্টেম্বর। বাকি দিনক্ষণ সম্পর্কে রাজ্য সরকারের তরফ থেকে পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এদিন তিনি স্কুল কলেজ খোলা নিয়েও জানিয়ে দেন, আগামী সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত রাজ্যের প্রতিটি স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Advertisements

ইতিমধ্যেই আনলকের চতুর্থ পর্যায়ে মেট্রো ও লোকাল ট্রেন চালু হবে বলে বিভিন্ন সূত্রে খবর মিলছে। আর এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, নিয়ম মেনে মেট্রো এবং লোকাল ট্রেন চললে কোন অসুবিধা নেই। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আগামী ১লা সেপ্টেম্বর থেকে লোকাল ট্রেন এবং মেট্রো চালানোর ক্ষেত্রে রাজ্যের আপত্তি থাকছে না যদি সামাজিক দূরত্ব এবং অন্যান্য কোভিড নিয়মাবলী মেনে চলা হয়।

Advertisements