রেশনের খাবার নিয়ে কারচুপির দিন শেষ! এবার বসছে এই বিশেষ যন্ত্র

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি মানুষের ন্যূনতম চাহিদা খাবারের যোগান দেওয়ার জন্যই সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা (Ration) চালু করা হয়েছে। যেখানে মানুষের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য এমন ব্যবস্থা সেই জায়গাতেই বারংবার নজরে এসেছে নানান ধরনের দুর্নীতি। মানুষের মুখের খাবার কেড়ে অনেকেই রয়েছেন যারা কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। এই তালিকায় এখন উঠে আসছে তাবড় তাবড় নেতা থেকে শুরু করে মন্ত্রীদের নাম।

এছাড়াও রেশন ব্যবস্থায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী পাওয়ার ক্ষেত্রে বারংবার উপভোক্তারা অভিযোগের আঙুল তুলে থাকেন রেশন ডিলারদের দিকে। বারংবার রেশনের খাদ্য সামগ্রী ওজনের কম দেওয়ার অভিযোগ তুলতে দেখা যায় হাজার হাজার উপভোক্তাদের। এবার এইসব সমস্যার সমাধান রেশন দোকানে বসানো হচ্ছে বিশেষ এক যন্ত্র। যে বিশেষ যন্ত্র রেশনের খাবার নিয়ে কারচুপির দিন শেষ করে দেবে বলেই মনে করা হচ্ছে।

রেশনের খাবার নিয়ে কারচুপি করার দিন শেষ করে দেওয়ার জন্য যে বিশেষ যন্ত্র বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে তা হলো ওয়েয়িং স্কেল। ডিসেম্বর মাস থেকেই এই বিশেষ যন্ত্র সব রেশন দোকানে সক্রিয় করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে রাজ্য খাদ্য দপ্তর সূত্রে। সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যের ২০ হাজার রেশন দোকানের মধ্যে ১৮ হাজার রেশন দোকানে ইতিমধ্যেই এই যন্ত্র বসানো হয়ে গিয়েছে।

খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন এই যে মেশিন বসানো হবে তার মাধ্যমে যাচাই করে নেওয়া যাবে, এক এক জন উপভোক্তার জন্য কত পরিমাণ খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে এবং ওই উপভোক্তা কত পরিমাণ খাদ্য সামগ্রী পাচ্ছেন। অর্থাৎ এই মেশিন বলে দেবে কোন উপভোক্তা তার প্রাপ্য খাদ্য সামগ্রী থেকে কম খাদ্য সামগ্রী পাচ্ছেন কিনা। এই মেশিন এমন যাচাই করার কাজ শুরু করে দিলেই খাবার নিয়ে কারচুপি আর করা যাবে না।

খাদ্য দপ্তরের তরফ থেকে রেশন দোকানগুলিতে এমন বিশেষ যন্ত্র বসানোর পরিকল্পনা গ্রহণ করাই স্বাভাবিকভাবেই খুশি গ্রাহকরা। কেননা মনে করা হচ্ছে নতুন এই যন্ত্রের ফলে প্রাপ্য খাদ্য সামগ্রীর উপর যে বঞ্চনার অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে সেই অভিযোগের অবসান ঘটে যাবে। উপভোক্তাদের জন্য সরকারের তরফ থেকে যে পরিমাণ খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয় ঠিক ততটাই খাদ্য সামগ্রী পাবেন তারা।