অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য বাংলা ও ঝাড়খণ্ড পুলিশের বৈঠক

Laltu Mukherjee

Published on:

Advertisements

লাল্টু : আসন্ন বিধানসভা ভোটে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য মঙ্গলবার বাংলা ও ঝাড়খণ্ড দুই রাজ্যের পুলিশ আধিকারিকদের নিয়ে আলোচনা হল বীরভূমের দুবরাজপুরের বক্রেশ্বর যুব আবাস ভবনে। আসন্ন বিধানসভা ভোটে অপ্রীতিকর ঘটনা এড়াতে মূলত এই বৈঠক। দুই রাজ্যের পুলিশ একসঙ্গে কিভাবে কাজ করবে তারও নকশা তৈরি করা হয়।

Advertisements

মূলত ভোটের সময় ঝাড়খন্ড থেকে পশ্চিমবাংলায় এসে কোন নাশকতামূলক কার্যকলাপ কেউ যাতে করতে না পারে তার উপরেই নজরদারী যাতে বাড়ানো যায় সেই বিষয়েও আলোচনা করা হয়। এছাড়াও দুই রাজ্যের পুলিশ সীমান্তবর্তী এলাকায় রুটমার্চ, নাকা চেকিং কিভাবে করা হবে তাও এদিন আলোচনা করা হয়। এমনকি অস্ত্র কারবারীরা ভোটের আগে যাতে সীমান্তবর্তী এলাকা দিয়ে আনাগোনা করতে না পারে সেই দিকেও কড়া নজর দিচ্ছে পুলিশ।

Advertisements

[aaroporuntag]
দুই রাজ্যের এই আলোচনা সভায় ছিলেন ডি.এস.পি. হেডকোয়াটার মোহতাসীন আখতার, সি.আই. দুবরাজপুর আস্তিক মুখার্জি, সি.আই. চন্দ্রপুর পীয়ূষকান্তী লায়েক, দুবরাজপুর ওসি, খয়রাশোল ওসি, কাঁকরতলা ওসি, লোকপুর ওসি, রাজনগর ওসি, চন্দ্রপুর ওসি।
অন্যদিকে ঝাড়খণ্ডের সি.আই.(রানীশ্বর) ওয়াকার হোসেন, রানীশ্বর ওসি, টুংরা ওসি, কুন্ডহিত ওসি।

Advertisements
Advertisements