প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করলো বামফ্রন্ট, রইলো তালিকা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এযেন কড়া টক্কর দিতে মুখিয়ে উঠেছে বাম শিবির। শাসকদলের প্রার্থী ঘোষণা হওয়ার সাথে সাথেই তারাও তাদের প্রার্থী তালিকা সামনে আনলো। তবে সেই প্রার্থী তালিকা পূর্ণাঙ্গ নয় এবং কংগ্রেস ও আইএসএফ এর সাথে এখনো রফা চূড়ান্ত না হওয়ায় আংশিকভাবে তারা তাদের এই প্রার্থী তালিকা প্রকাশ করলো। শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Advertisements

চলুন দেখে নেওয়া যাক সেই প্রার্থী তালিকায় কারা কারা স্থান পেয়েছেন

Advertisements

বামফ্রন্টের তরফ থেকে মূলত পুরাতন মুখের উপর ভরসা করেই এই প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করলো। প্রার্থী তালিকা অনুযায়ী আসন বিধানসভায় যাঁরা প্রতিযোগিতায় নামছেন তারা হলেন, পটাশপুরে প্রতিদ্বন্দ্বিতায় সৈকত গিরি (সিপিআই), কাঁথি উত্তরে প্রতিদ্বন্দ্বিতায় সুতনু মাইতি (সিপিএম), খেজুরিতে প্রতিদ্বন্দ্বিতায় হিমাংশু দাস (সিপিএম), তমলুকে প্রতিদ্বন্দ্বিতায় গৌতম পণ্ডা (সিপিআই), কাঁথি দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতায় অনুরূপ পান্ডা (সিপিআই), রামনগরে প্রতিদ্বন্দ্বিতায় সব্যসাচী জানা (সিপিএম)।

Advertisements

দাঁতনে প্রতিদ্বন্দ্বিতায় শিশির পাত্র (সিপিএম), নয়াগ্রামে প্রতিদ্বন্দ্বিতায় হরিপদ সােরেন (সিপিএম), গােপীবল্লভপুরে প্রতিদ্বন্দ্বিতায় প্রশান্ত দাস (সিপিএম), ঝাড়গ্রামে প্রতিদ্বন্দ্বিতায় মধুজা সেনরায় (সিপিএম), কেশিয়াড়িতে প্রতিদ্বন্দ্বিতায় পুলিনবিহারী বাস্কে (সিপিএম), খড়গপুরে প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাদ্দাম আলি (সিপিএম), শালবনিতে প্রতিদ্বন্দ্বিতায় সুশান্ত ঘােষ (সিপিএম), বিনপুরে দিবাকর হাঁসদা (সিপিএম), বান্দোয়ানে সুশান্ত বেসরা (সিপিএম), জয়পুরে ধীরেন মাহাতাে (ফরওয়ার্ড ব্লক), মানবাজারে যামিনীকান্ত মান্ডি (সিপিএম), কাশীপুরে মল্লিকা মাহাতাে (সিপিএম), পারাতে স্বপন বাউড়ি (সিপিএম), ছাতনায় ফাল্গুনী মুখােপাধ্য়ায় (আরএসপি), রানিবাঁধে দেবলীনা হেমব্রম (সিপিএম)।

গােসাবায় অনিল মণ্ডল (আরএসপি), সাগরে ডঃ শেখ মুকুলেশ্বর রহমান (সিপিএম), পাঁশকুড়া পূর্বে শেখ ইব্রাহিম আলি (সিপিএম), পাঁশকুড়া পশ্চিমে চিত্তদাস ঠাকুর (সিপিআই), নন্দকুমারে করোনা শংকর ভৌমিক (সিপিএম), হলদিয়ায় মনিকা কর ভৌমিক (সিপিএম), চণ্ডীপুরে আশিস গুছাইত (সিপিএম), নায়ারণগড়ে তাপস সিনহা (সিপিএম), ঘাটালে কমল দোলুই (সিপিএম)।

ডেবরায় প্রাণকৃষ্ণ মণ্ডল (সিপিএম), কেশপুরে রামেশ্বর দোলুই (সিপিএম), তালড্যাংরায় মনােরঞ্জন পাত্র (সিপিএম), বড়জোড়ায় সুজিত চক্রবর্তী (সিপিএম), ওন্দায় তারাপদ চক্রবর্তী (ফরওয়ার্ড ব্লক), ইন্দাসে নয়ন শীল (সিপিএম), সােনামুখীতে অজিত রায় (সিপিএম)।

[aaroporuntag]
এই দুই দফা নির্বাচনে বাকি যে সমস্ত বিধানসভা কেন্দ্রের প্রার্থী বামফ্রন্টের তরফ থেকে ঘোষণা করা হয়নি সেই সকল কেন্দ্রে প্রার্থী দেবে কংগ্রেস অথবা আইএসএফ।

Advertisements