নিজস্ব প্রতিবেদন : গতকাল পর্যন্ত করোনা সংক্রামিত হয়ে মৃতের সংখ্যা ছিল ২২। সেই সংখ্যাটা আজ পৌঁছে গেল ৩৩ এ। বৃহস্পতিবার বিকালে নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন রাজ্যের করোনার নিয়ে হাল হকিকত জানান মুখ্যসচিব রাজীব সিনহা।
রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, “রাজ্যে এখনও পর্যন্ত মোট মারা গিয়েছেন ১০৫ জন। যাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখেছে অডিট কমিটি। আর অডিট কমিটি এদের মধ্যে ৩৩ জনের মৃত্যুর কারণ জানিয়েছে করোনা। বাকি ৭২ জনের শরীরে করোনা সংক্রমণ থাকলেও মৃত্যু হয়েছে অন্য কারণে।”
মুখ্য সচিবের কথা অনুযায়ী রাজ্যে এক ধাক্কায় করোনায় ১১ জনের মৃত্যু বেড়েছে রাজ্যে। যা বর্তমান নিরিখে এখনো পর্যন্ত সর্বাধিক। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৩ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আর এ যাবৎ রাজ্যে মোট করোনা অ্যাক্টিভ সংখ্যা দাঁড়াল ৫৭২। ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গত ২৪ ঘন্টায় বলে জানান মুখ্য সচিব।
তবে হঠাৎ করে এত মৃত্যু বাড়ার পরিসংখ্যান উঠে আসায় বিরোধীদের প্রথম থেকে তোলা অভিযোগ আরও শক্ত হলো তা বলাই বাহুল্য। এদিনের এই তথ্য সামনে আসার পরে আগামী দিনে বিরোধীরা কিভাবে সামনে এগিয়ে আসেন তাই এখন দেখার। কারণ তাঁরা প্রথম থেকেই করোনা নিয়ে তথ্য গোপন করার অভিযোগ তুলছিলেন।
মুখ্য সচিব এদিন সাংবাদিক বৈঠকে আরও জানান, রাজ্যে এখনও পর্যন্ত ১৬৫২৫ টি নমুনা সংগ্রহ করে টেস্ট করা হয়েছে। আর এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৩৫ জন। রাজ্যের মোট সংক্রামিতদের বেশিরভাগ সংখ্যা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা থেকে। ৮০ শতাংশ রোগী এই সকল এলাকা থেকে আসছেন। রাজ্যে এখনও পর্যন্ত আটটি জেলা সংক্রমণমুক্ত রয়েছে।