ঘোষণা হলো ২৪ জেলার বিজেপি সভাপতির নাম, বদল ৬ জেলায়

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগে জেলায় জেলায় বিজেপি জেলা সভাপতি নির্বাচনের জন্য দলীয় কর্মীদের মতামত মুখবন্ধ খামে ভোট আকারে গ্রহণ করা। তারপর কর্মীদের সেই মতামত জেলা অফিস থেকে চলে যায় রাজ্য বিজেপি দপ্তরে। জেলা বিজেপি অফিস থেকে জানানো হয়, রাজ্য সদর দপ্তর থেকে বিজেপি জেলা সভাপতিদের নাম ঘোষণা হবে।

বিজেপির সাংগঠনিক নির্বাচন শুরু হয়েছে অক্টোবর মাস থেকে। ৭০১৭৬ বুথে তৈরি হয়েছে কমিটি, অধিকাংশ কমিটিতেই ছিলেন ৫০ জনের বেশি। তৈরি হয়েছে ১০২৯ মন্ডল কমিটি হয়েছে। এরপর আজ ২৪ জেলার বিজেপি সভাপতির নাম ঘোষণা করলো রাজ্য বিজেপি। বাকি জেলার সভাপতিদের নাম শীঘ্র ঘোষণা করা হবে জানানোও হয়। বিজেপির নিয়ম অনুযায়ী, রাজ্যে সাংগঠনিক জেলার সংখ্যা ৩৮।

২৪টি সাংগঠনিক জেলার সভাপতির নামের মধ্যে সভাপতি বদল করা হয়েছে মাত্র ৬টি জেলায়। বাকি জেলাগুলিতে সভাপতি অপরিবর্তত থাকছেন।