বানান ভুল করলেও নম্বর কাটা যাবে না, নয়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের

নিজস্ব প্রতিবেদন : মাধ্যমিক পরীক্ষার খাতায় বানান ভুল করলেও কাটা যাবে না নম্বর। এমনই নয়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। তবে এই নির্দেশিকা বা নিয়ম বাংলা বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এতদিন পর্যন্ত বাংলা সহ অন্যান্য প্রতিটি বিষয়ের ক্ষেত্রে বানানের উপর বিশেষ নজর দেওয়া হতো। অন্যান্য বিষয়গুলিতেও বানান ভুল করলে কাটা হত নম্বর।

কিন্তু সে ক্ষেত্রে বিভিন্ন সময় দেখা গিয়েছে নানান তর্ক-বিতর্ক। তা নিয়ে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ বিভিন্ন বিষয়ের প্রধান পরীক্ষকদের সাথে বৈঠক করেছেন বলে সূত্রের খবর। আর সেই বৈঠকেই এমন নয়া নির্দেশিকার বার্তা দেওয়া হয়েছে।যদিও এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কোন রকম মন্তব্য করতে চাননি বলে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের খবর।

চলতি বছর মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন নিয়ে একাধিক নিয়ম চালু করা হয়েছে। ইতিমধ্যেই একটি নিয়ম আনা হয়েছে, যাতে বলা হয়েছে মূল্যায়ন পত্র কেন নম্বর কাটা হলো তার কারণ লিখতে হবে।আর এমন নতুন নতুন নিয়মের ফলে মূল্যায়নের সমস্যায় পড়তে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন অনেকেই। তবে পর্ষদের দাবি, এই সকল নিয়মের ফলে আরও সহজ হবে মূল্যায়ন করা।

বানান ভুল হলেও নম্বর দেওয়ার ক্ষেত্রে পর্ষদের যুক্তি হলো, বানান ঠিক বা ভুল হচ্ছে কিনা তা যাচাই করার জন্য বাংলা বিষয়ই একমাত্র যুক্তিযুক্ত। গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের মত বিষয়গুলিতে উত্তর ঠিকঠাক হচ্ছে কিনা তাই বিচার্য। যদিও এযাবৎ এইসকল বিষয়গুলিতেও বানান ভুল হলেও নম্বর কাটতেন পরীক্ষকরা। তবে এবার থেকে তা করা যাবে না বলে সূত্রের খবর।

আর এই সকল নতুন নিয়ম নিয়ে শিক্ষক সংগঠনগুলি দাবি করছে, নির্ভুল মূল্যায়নের জন্য মূল্যায়নকারী শিক্ষকদের উদ্দেশ্যে একাধিক নিয়ম চালু করেছে পর্ষদ। অথচ গতবারের তুলনায় উত্তরপত্র মূল্যায়নের সময়ে বছর অনেকটাই কম। যে কারণে সমস্যায় পড়বেন শিক্ষকরা।