সৌরভ শুভেচ্ছায় মমতা, ট্যুইটে জানালেন গর্বের কথা

নিজস্ব প্রতিবেদন : রবিবার রুদ্ধশ্বাস নাটকের পর অবশেষে বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে বাজিগর মহারাজ সৌরভ গাঙ্গুলী। দিনভর রোমহর্ষক পরিস্থিতির পর অবশেষে রাতে বিসিসিআই সভাপতি হওয়ার জন্য সই করেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন হবে না বলেই নিশ্চয়তার কারণে খুব শীঘ্রই সভাপতির পদে বসতে চলেছেন সৌরভ গাঙ্গুলী, যা প্রায় নিশ্চিত।

আর এই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়া নিশ্চিত হওয়ার পরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলীকে টুইট করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। টুইট করার পাশাপাশি তিনি তাকে এসএমএসের মাধ্যমেও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

মমতা বন্দোপাধ্যায় ট্যুইটারে লিখেছেন, “বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য সৌরভকে আন্তরিক অভিনন্দন জানাই৷ তুমি ভারত ও বাংলাকে গর্বিত করেছ৷ সিএবি প্রেসিডেন্ট থাকাকালীনও তুমি আমাদের গর্বিত করেছো৷ তোমার আরও একটি দুর্দান্ত ইনিংস দেখার অপেক্ষায় আছি৷”

আগামী ২৩ তারিখ ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সভাপতি হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণার কথা রয়েছে। এই সাধারণ সভায় ভোটাভুটির সম্ভাবনা কার্যত নেই, তাই একপ্রকার নিশ্চিত যে সৌরভ গাঙ্গুলী আগামী দিনে ভারতীয় ক্রিকেট বোর্ডের কনিষ্ঠ প্রতিনিধি হিসেবে সভাপতি হচ্ছেন।

সভাপতি হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই দফায় সৌরভ গাঙ্গুলী হাতে পাবেন ১০ মাস সময়। তবে সৌরভ গাঙ্গুলীর এই সভাপতিত্ব নিয়ে দেশের অজস্র ক্রিকেটপ্রেমীর মনে আরও আশার আলোর সঞ্চার হয়েছে ভারতীয় ক্রিকেটকে নিয়ে। তিনি একজন একজন দক্ষ ক্রিকেটার, দক্ষ অধিনায়ক, বিশেষ করে তার অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দলের ঘুরে দাঁড়ানোর ইতিহাস, তাছাড়াও রয়েছে সিএবি চালানোর অভিজ্ঞতা।